প্রাণের বাংলাদেশস্কুল আঙিনা

ত্রিশালে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৭৬টি প্রাথমিক বিদ্যালয়

এইচ এম মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:  প্রধান শিক্ষক ছাড়াই চলছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এতে পাঠদান ব্যাহত হওয়ায় বিপাকে পরেছেন কোমল মতি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে শিক্ষা অফিস থেকে জানা গেছে মামলা জনিত কারণে পদোন্নতি ও চলতি দায়িত্ব বন্ধ থাকায় প্রধান শিক্ষকের পদে এ শুন্যতার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় মোট ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭৬টি প্রথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক বিহীন। শিক্ষা জীবনের প্রথম ধাপে ক্ষুদে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক না থাকার কারণে লেখাপড়া সহ প্রতিষ্ঠান পরিচালনার চরম ক্ষতি হচ্ছে। বর্তমানে এ বিদ্যালয় গুলো চলছে সহকারী শিক্ষক দিয়ে। এ সব বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিয়ে অভিভাবকরা চিন্তিত। ২০০৯ সালে উন্নয়ন ক্ষাতের নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা সিনিয়র শিক্ষক হিসেবে সরাসরি দায়িত্ব পাওয়ার জন্য মামলা করেন। মামলাজনিত কারণে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে মামলা নিষ্পত্তি হয় এবং সরকার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু পরে আবার নবজাতীয় করণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূণরায় মামলা করে। পদোন্নতির জন্য ইতি পূর্বে এসিআর ও ভিবিন্ন ছক ফিলাপ করে পাঠানো হয়েছে কিন্তু পূণরায় মামলা জনিত কারণে পদোন্নতি বন্ধ হয়ে আছে। ২৭ থেকে ৩৭ বছর যাবত চাকরি করে আসছেন এসব সিনিয়র হিসেবে তারা কাছের স্কুলে চলে আসে এবং নতুন/জুনিয়র শিক্ষক দিয়ে দুরের স্কুল গুলোতে দায়িত্ব দেওয়া হয়। যার ফলে প্রশাসনিক কাজ কর্ম করানো সম্ভব হয়না। চলতি দায়িত্ব কোন পদোন্নতি নয় তার পরও সরকারের একটা স্বীকৃতি, যে তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া। পাশাপাশি প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয়েছে। ইতি পূর্বে পিএসসির ভিবিন্ন ছক ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু সরকার মামলা জনিত কারণে কোন ব্যবস্থা নিতে পারেনি।   উপজেলার শিক্ষা অফিসারের তথ্যানুযায়ী, আমিরাবাড়ী ক্লাস্টারে ১৭টি, পোড়াবাড়ী ক্লাস্টারে ১৫টি, বিয়ারা ক্লাস্টারে ১৩টি, সাখুয়া ক্লাস্টারে ৯টি, ধানীখোলা ক্লাস্টারে ৮টি, বাগান ক্লাস্টারে ৭টি, বিলবোকা ক্লাস্টারে ৪টি ও ত্রিশাল পৌরসভায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়া। প্রধান শিক্ষক বিহীন বিদ্যালয়গুলো হচ্ছে- রায়েরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাউলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাওলাদী এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামা বড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালিবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুজিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুজিয়াম দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুর্ষানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দেরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিঘোরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ আব্দুল হাই একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলহরী জয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলহরী দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়ী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনিস মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচপাড়া সরকারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউলটিয়া কামাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬৯নং মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুয়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজবাখাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাংকিভাঙ্গা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাংকিভাঙ্গা বিবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিয়াগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাঘাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়মনি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ধানীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজান ধাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাখালী পাজলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাখালী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানীখোলা যাইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আখরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকচর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাখুয়া শেখ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীররামপুর নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমাদাখালি নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলা নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলা খাঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুষ্টিয়া দ্বিতীয় খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, যিলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাতেমা জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিদিয়া কচিকাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেকির চরমাদুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াধালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশি^দার কালিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরমিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলার কাঁঠালীবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, আমাকে স্কুলের যাবতীয় প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। আমি একজন সহকারী শিক্ষক এবং আমার সাথে যারা আছেন তারাও সহকারী শিক্ষক। যার ফলে কেউ কারো কমান্ড মানছেন না। যে কারণে স্কুলের লেখাপড়ার সুষ্ঠপরিবেশ ও মানউন্নয়নে চরম ব্যঘাত ঘটছে।
উপজেলার বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুছ সাত্তার ফকির জানান, আমাদের স্কুলে প্রধান শিক্ষক না থাকায় লেখাপড়া সহ স্কুল পরিচালনায় ব্যাপক সমস্যায় পরতে হচ্ছে। অনতি বিলম্বে সরকারের সমস্ত জটিলতা কাটিয়ে প্রধান শিক্ষকের শূণ্য পদ গুলো পূরণ করার দাবী জানান।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জানান, অনেক শিক্ষক চলতি দায়িত্বের কথা আমাকে বলে কিন্তু চলতি দায়িত্ব দেওয়ার ক্ষমতা আমার নেই। প্রাথমিক শিক্ষা সফল বাস্তবায়ন করতে হলে সরকারের পক্ষ থেকে যদি চলতি দায়িত্ব ছক করে পাঠানো হয় তাহলে সমস্যা সমাধান করা সম্ভব হবে এবং প্রশাসনিক কাজকর্ম করতে সহজ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button