বিভাগীয় খবররংপুর

পার্বতীপুরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের ৫২৯ জন মনোনয়ন পত্র দাখিল

মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর(দিনাজপুর) থেকে:
পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৫ ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন মনোনয়ন পত্র দাখিল করেন।  এর মধ্যে আওয়ামীলীগের ১০, বিএনপি ১০,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ২, আওয়ামী লীগ বিদ্রোহী ৬, বিএনপি বিদ্রোহী ৫ ও  স্বতন্ত্র ১০ জন রয়েছেন।
পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে  মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন-

১নং বেলাইচন্ডি ইউনিয়নে নুর মোহাম্মদ রাজা (আ.লীগ), এআইএম হাসিবুর রশীদ (বিএনপি), মমিনুর মন্ডল সম্রাট (আ’লীগ বিদ্রোহী) ও আব্দুল মজিদ সরকার (স্বতন্ত্র)।

২নং মন্মথপুর ইউনিয়নে ওয়াদুদ আলী শাহ (আ’লীগ), নজরুল ইসলাম (বিএনপি), মোশাররফ হোসেন মুন্সী (স্বতন্ত্র), আনছার আলী (আ’লীগ বিদ্রোহী), আজগর আলী (আ’লীগ বিদ্রোহী), সামছুর রহমান কনু (আ’লীগ বিদ্রোহী)।

৩নং রামপুর ইউনিয়নে হুমায়ুন কবির (আ’লীগ), মাহবুবুল হক (বিএনপি), ৪নং পলাশবাড়ী ইউনিয়নে সাদিকুল ইসলাম (আ’লীগ), অহিদুল হক সরদার (বিএনপি) ও মোফাখখারুল ইসলাম (বিএনপি বিদ্রোহী)।

৫নং চন্ডিপুর ইউনিয়নে মজিবর রহমান (আ’লীগ) আফছার আলী (বিএনপি), এমদাদুল হক (আ’লীগ বিদ্রোহী) ও আবু বক্কর সিদ্দীক (বিএনপি বিদ্রোহী)।

৬নং মমিনপুর ইউনিয়নে আব্দুল ওহাব মন্ডল (আ’লীগ), নজরুল ইসলাম সরকার (বিএনপি), আলিমুদ্দীন (স্বতন্ত্র), শুশিল চন্দ্র রায় (আ’লীগ বিদ্রোহী), আব্দুর রাজ্জাক সরকার (স্বতন্ত্র)।

৭নং মোস্তফাপুর ইউনিয়নে ছাবিনুর আলম (আ’লীগ), হাছিনুর হাবিব (বিএনপি), মতিয়ার রহমান (বিএনপি বিদ্রোহী), নজমুল হক (স্বতন্ত্র) ও মাহবুব উল হক (স্বতন্ত্র)।

৮নং হাবড়া ইউনিয়নে আনিসুর রহমান (আ’লীগ), অহিদুল ইসলাম (বিএনপি), নুরুজ্জামান মন্ডল নুরু  (বিএনপি বিদ্রোহী) ও আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন)।

৯নং হামিদপুর ইউনিয়নে আব্দুর রহমান কালাম (আ’লীগ) সাদেকুল ইসলাম (বিএনপি), ইয়াকুব আলী (স্বতন্ত্র), তোফাজ্জল হোসেন (স্বতন্ত্র) ও লিয়াকত আলী (স্বতন্ত্র)।

১০নং হরিরামপুর ইউনিয়নে মাসুদুর রহমান (আ’লীগ) তৌফিকুল ইসলাম তপু (বিএনপি), রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন), মোজাহেদুল ইসলাম সোহাগ (স্বতন্ত্র) ও আবু তাহের (স্বতন্ত্র)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button