ক্যাম্পাস

ভালুকায় শতভাগ সাফল্যে এ্যাপোলো ইন্সস্টিটিউিট

বিশেষ প্রতিনিধি: এইচএসসি’র ফলাফলে এবারও শতভাগ সাফল্য পেয়ে অভিষিক্ত হলো ভালুকা এ্যাপোলো ইন্সস্টিটিউট অব কম্পিউটার (ব্যাবসায় ব্যাবস্থাপনা কলেজ)। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে ২৫টি জিপিএ-৫সহ শতভাগ সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি। মোট ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-’৫’ পেয়েছে ২৫ জন। এ ছাড়া জিপিএ-(এ) পেয়েছে ৪১জন ও জিপিএ-(এ-) পেয়েছে ০৯জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনস্ত প্রতিষ্ঠানটিতে হিসাব রক্ষন,ব্যাংকিং,কম্পিউটার অপারেশন ও উদ্যোক্তা উন্নয়ন ৪টি ট্রেডে অংশ নেয় পরীক্ষার্থীরা। জিপিএ-৫ পাওয়া ২৫ শিক্ষার্থীর কেউই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ বা ’এ+’ পায়নি বলে সুত্র জানায়।এ্যপোলো’র অধ্যক্ষ এআরএম শামছুর রহমান জানান কলেজটি প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৫টি পাবলিক পরীক্ষায় অংশ গ্রহন করেছে প্রতিষ্ঠানটি। তার মধ্যে চলমান ফলাফলসহ ৮বার শতভাগ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, ভালুকা এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার বাকাশিবো’র সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় বিভিন্ন বছরে ১মস্থান ,২য় স্থান,৪র্থ স্থান ও ১৯তম স্থান অধিকার করে  সেরাদের তালিকায় ৪বার অর্ন্তভুক্ত হওয়ার গৌরব লাভ করে। ফলাফল ঘোষিত হওয়ার পর প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের কার্যালয়ে যান অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী শতভাগ সাফল্য অর্জিত হওয়ায় প্রতিষ্ঠান প্রধান এবং উত্তীর্ন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button