Bhalukanews.com

মা____সফিউল্লাহ আনসারী

এই দুনিয়ার সবার সেরা
নাই তুলনা তাঁর
মা শেখালেন মধুর কথা
নিপুন চমৎকার।

মা ডাকেতে সুখ খুঁজে পাই
মনটা আমার ভরে
মায়ের পায়ের নিচে অসীম
খোদার রহম ঝরে।

মায়ের আদর জীবন জুড়ে
ছড়ায় ভবিষ্যত
দেখান তিনি পরম স্নেহে
কোনটা আলোর পথ।

…..*

 

*

*

Top