ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের রান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানের উদ্ভোধন করেন আফতাব গ্রুপের সহকারী ব্যবস্থাপক মশিউর রহমান ফরিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধীতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল, স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ফজলুল হক, আমিন হোসেন, মনিরুজ্জামান স্বপন, গোলাম কিবরিয়া প্রমূখ।
অনুষ্ঠানে স্কুলের মাঠের উপর দিয়ে যে রাস্তাটি ছিল সেটি বন্ধ করে স্কুলের পেছন দিয়ে নতুন রাস্তার উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।