Bhalukanews.com

মুক্তি

== মোঃ সালাহ উদ্দিন

ভালো বাসা ভালো ,

সকলেই জানো।

ভালো বাসা পাওয়া ,

সকলেরই চাওয়া ।

ভালো বাসার নীড় ,

সকলেই চাই।

ভালো বাসার শ্বাস ,

সকলের ও আশ।

ভালো বাসার আনন্দ ,

সকলেই চাই।

ভালো বাসার জল্পনা ,

সকলের ও কল্পনা।

ভালো বাসায় যন্ত্রনায় ,

মনে রেখ ভাই ,

কবি-সাহিত্যিক-শিল্পী-শ্রমিক ,

এতে কারো মুক্তি নাই

*

*

Top