Bhalukanews.com

ভালুকায় ঝড়ে ব্যাপক ক্ষতি

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শনিবার (২৫ মার্চ) সকালে ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের ধীতপুর, শান্তিগঞ্জ, রান্দিয়া, ধলিয়া, বাদেপুরুড়া, পলাশতলীতে ঝড়ের তান্ডবে ফসল, গাছপালা, বাড়ী-ঘর ভেঙ্গে পড়ে। ঝড়ে ধীতপুর ইউনুসখান মাদ্রাসার একটি ঘরের চাল উড়িয়ে নেয়।
ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম জানান ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে। শান্তিগঞ্জ-বগারবাজার রাস্তার উপর বড় গাছ ভেঙ্গে পড়লে দীর্ঘ সময় রাস্তা বন্ধ হয়ে থাকার খবর পেয়ে স্থানীয় লোকজনকে নিয়ে আমি নিজে রাস্তার উপর থেকে গাছ সরিয়ে রাস্তা চলাচলের জন্য খোলে দিই।

*

*

Top