Bhalukanews.com

ভালুকায় তুলার বেল চাপায় কাভার্ড ভ্যান চালকের মৃত্যু

ভালুকা নিউজ, স্টাফরির্পোটার: ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলার ভরাডোবাস্থ মুলতাজিম স্পিনিং মিলে তুলা পরিবহনকারী কাভার্ড ভ্যানের পিছনের ঢালা খুলতে গিয়ে তুলার বেল চাপায় চালক আব্দুল গনি (৫৭) ঘটনাস্থলেই মারা যান। নিহত আব্দুল গনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তারা শাইল গ্রামের আলী আকবরের পুত্র। আব্দুল গনি চট্টগ্রাম থেকে কার্গোতে তুলা ভর্তি করে ওই মিলে নিয়ে এসেছিলেন।

*

*

Top