Bhalukanews.com

ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (NHD)তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

বিশেষ প্রতিনিধি: ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ২০ দিনের মাঠ পর্যায়ের এ কাজের প্রথম ধাপে ভালুকার সকল ইউনিয়নে প্রশিক্ষণের অংশ হিসেবে হবিরবাড়ী আমতলি সাবিহা সুলতানা দা:মাদরাসা হলরুমে জোনাল অফিসার মো: এনামুল হকের সঞ্চালনা ও প্রশিক্ষনের ২য় দিন রোববার(২এপ্রিল) উপস্থিত ছিলেন-ডেপোটি প্রজেক্ট ডাইরেক্টর সত্য রঞ্জন মন্ডল,ডিসিসি এনামুল হক,ইউসিসি মো:শাহজাদা,জোনাল অফিসার মো:এনামুল হক প্রমূখ।

প্রশিক্ষণ শেষে ৪-২৩ এপ্রিল খানার তথ্য সংগ্রহ করবে গনণাকারীরা।

*

*

Top