Bhalukanews.com

ভালুকায় জঙ্গি সন্দেহে আটক ৩

 

ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল গ্রাম থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল ১৪ এপ্রিল শুক্রবার দুপুর ২টার দিকে ওই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী গ্রামের আবু দারদা (১৭), শিবপাড়া গ্রামের আবু হুরায়রা (১৯) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার সোবহান (২০)।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হযরত আলী জানান, দুপুরে বাশিল গ্রামের পারভেজ খোকনের বাসা থেকে তিনজনকে আটক করা হয়। তিনজন ওই বাড়িতে ভাড়া থাকে। বাসা থেকে বের হয় না বলে স্থানীয় লোকজন সন্দেহ করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।তাদের ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারভেজ খোকন জানান-এরা তবলীগ জামাতের মহিলা হিসেব বাড়া নিয়েছিল।জঙ্গী নয় বলেও তিনি জানান।

*

*

Top