Bhalukanews.com

ভালুকা পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে আদায়ের লক্ষে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভালুকায় ১ঘন্টা কর্মবিরতি পালন করেছে। (২৬এপ্রিল) বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌর ভবনের সামনে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন ভালুকা শাখার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব আব্দুর রশিদ, সহকারী প্রোকৌশলী মুন্নুর আহাম্মেদ, হিসাব রক্ষক আসাদুল হক, সাইফুল ইসলাম লিটন, মো. শাহাব উদ্দিন, হুমায়ন কবির, লোকমান হেকিম, মো. মনিরুজ্জামান, শাখাওয়াত হোসেন প্রমুখ।

*

*

Top