Bhalukanews.com

ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভালুকা নিউজ ডটকম, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় (৪০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দূর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান।
সোমবার (১৫ মে) দুপুরে সদর উপজেলার সাহেব কাচারী রোড এলাকায় এ দূঘর্টনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক  (এসআই) বাশার জানান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি স্ত্রী ও সন্তাসহ মোটরসাইকেল যোগে ঈশ্বরগঞ্জ যাচ্ছিলেন। পথে স্থানীয় ভাই ভাই হ্যাচারির মাছ বোঝাই একটি ট্রাক চাপা দিলেই ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
পরে স্থানীয়রা ওই চালকের স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

*

*

Top