Bhalukanews.com

দৌলতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 

 

দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর দাশপাড়া পদ্মা নদী ভাঙ্গন রোধ ব্লক তৈরী করা অবস্থায় ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 জানাগেছে ৬ জুন মঙ্গলবার সকাল ৮ টার দিকে ফিলিপনগর ইউপি’র ফিলিপনগর মালিথা পাড়া গ্রামের মৃত জাহার মন্ডলের ছেলে মহন আলী (৪৫) ফিলিপনগর দাশপাড়া নদী ভাঙ্গনের ব্লক তৈরী মাঠে বিদ্যুৎ চালিত ভাইব্রেটর মেশিন দিয়ে ব্লক তৈরী করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। বিষয়টি ব্লক তৈরী ঠিকাদার রনি আহাম্মেদ আপষ মিমাংসা করে দাফনের ব্যবস্থা করা হয়। মহন আলির লাশ নিজ বারিবারিক কবর স্থানে বাদ জোহর দাফন সম্পন্ন হয়।

*

*

Top