Bhalukanews.com

কলারোয়া সীমান্তে দুই শিশুসহ মা’কে ফেরত

কামরুল হাসান,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে দুই শিশুসহ এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে তারা আটক হয়। পরে তাদের সোমবার সন্ধ্যায় কেঁড়াগাছি সীমান্তের ১৩/২ এস আর চারাবাড়ি জিরোপয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তলুইগাছা বিজিবির কাছে হস্তান্তর করে। তলুইগাছা বিজিবির ল্যান্স নায়েক সাগর হোসেন জানান, নড়াইলের শেখহাটি গ্রামের কামাল মোল্যার স্ত্রী জাকিয়া বেগম (৩২) ও তার সাথে থাকা শিশু বিথী খাতুন (৪) এবং সোনিয়া খাতুন (১) অবৈধ ভাবে ভারতে যায়। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের তলুইগাছা বিজিবির নিকটে হস্তান্তর করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১১(৬)১৭ দায়ের হওয়ায় তাদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

*

*

Top