Bhalukanews.com

দাম বেশি রাখায় রেস্টুরেন্টকে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে পানি ও কোমল পানীয়ের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ধানসিড়িঁ রেস্টুরেন্টকে ১২০০০ টাকা ও নগরীর ইয়াং কিং রেস্টুরেন্টেকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম অভিযোগকারীদের জরিমানার ২৫% টাকা হস্তান্তর করেন।
অভিযোগের বিবরনীতে জানাযায়, গত ৫ জুলাই নগরীর ধানসিড়িঁ রেস্টুরেন্টে ২০০মিলি কোকাকোলার দাম ১৬ টাকার পরিবর্তে ২০ টাকা রাখে এরকম দুইটি অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে ৬ হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইয়াং কিং রেস্টুরেন্ট এ ১.৫ লি. পানির মুল্য ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

*

*

Top