Bhalukanews.com

কলারোয়ায় ফেন্সিডিলসহ যুবক আটক

কামরুল হাসান,কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে। সোমবার কলারোয়ার সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামের কালিবাড়ি নামক স্থানে আটকের এ ঘটনা ঘটে। আটককৃত আইনুল হক (৩৫) উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামের নাছির উদ্দিনের ছেলে। পুলিশ সূত্র মঙ্গলবার সাংবাদিকদের জানায়, মাদরা বিওপি’র নায়েক চিংনু মারমার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামের কালিবাড়ি নামক স্থানের মেইন পিলার ১৩/৩, এসআর এর আরবি’র নিকট সোমবার বিকেল ৪ টার দিকে ৪ বোতল ফেন্সিডিলসহ ওই যুবককে আটক করে। এ ব্যাপারে মঙ্গলবার থানায় একটি মামলা (নং-১২, তাং-০৮/০৮/১৭, ইং) দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

*

*

Top