Bhalukanews.com

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে দু’টি বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি ইমতিয়াজ আহম্মেদ ওরফে রনিকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে র‌্যাবের থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪’র ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজীব কুমার দেব এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ১ রাউন্ড গুলি, ২ টি চাপাতি ও ১৫ মিলি দেশীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

*

*

Top