Bhalukanews.com

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

শ্রীপুর, (গাজীপুর) প্রতিনিধি ঃগাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিএন্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। নিহত সোহাগ(২৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গয়েশপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেন জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ গামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পদ্মা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

*

*

Top