Bhalukanews.com

বজ্রপাতে ক্ষত-বিক্ষত বৃক্ষ !

পাড়াগাঁও: ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও ( শিমুলতলী) গ্রামে শুক্রবার(৬অক্টোবর) রাত ১১টায় হক মিয়ার একটি বিশাল আকৃতির আকাশ মনি গাছ ব্জ্রপাতে ক্ষত বিক্ষত হয়ে পড়ে।এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।সকালে গাছটি একনজর দেখতে এৎসুক জনতার ভীড় লেগে যায়।

33

শিমুলতলি এলাকার ব্যাবসায়ি মো: কামাল হোসেন বলেন-রাতে বিকট শেব্দ বজ্রপাত হয়, হয়তো তখনই এই গাছটি ভেঙ্গে-চুরে যায়। একনজর দেখতে মানুষ আসছে…

5

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

6

ছবি: সংগৃহীত

*

*

Top