Bhalukanews.com

ছেলেটিকে পাওয়া গেছে

শিশু সাংবাদিক প্রেরিত সংবাদ:  সাঈদ নামের একটি ছেলে পাওয়া গেছে রোববার(০৮অক্টোবর) দুপুরে সোনাখালী গ্রামে। ছেলেটি তার নাম সাঈদ(১০),পিতার নাম আজিজুল,মাতার নাম বিলকিস, দাদার নাম আয়ুব আলী বলছে । ছেলেটি আজ সকালে প্রতিবেশী মনা নামে একজনের সাথে বাড়ি থেকে বের হয়েছিল তার খালার বাড়ি যাবে বলে । মাহুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র ও দুই ভাই এক বোন এবং তার খালার নাম কুলসুম ও খালুর নাম তাইজ উদ্দিন,গ্রাম নয়নপুর, ছাড়া সে আর কিছুই বলতে পারছেনা।
এখন ছেলেটি ওই গ্রামের রফিকুলের কাছে আছে। কারে ছেলে হারানো গেলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন:- রফিকুল ইসলাম,সোনাখালী,ভালুকা,ময়মনসিংহ । মোবাইল নাম্বার – ০১৭৫৪৯৪৪৬৪৭। (01754 944647)

*

*

Top