Bhalukanews.com

এবার পুরুষ সানি লিওন!

বিনোদন ডেস্ক: দেখলে বোঝার উপায় নেই, ইনিই বলিউডের আইটেম বোম্ব সানি লিওন। আবেদনময়ী এই অভিনেত্রী হাজির হলেন পুরুষ রূপে। একেবারে দাড়িগোঁফ সমেত। কিন্তু কেন?

জানা গেছে, সানির নতুন ছবি ‘তেরা ইন্তেজার’-এর জন্যই এমন সাজ। এই ছবির কোনো বিশেষ দৃশ্য বা গানে এমন দেখা যেতে পারে তাকে। অথবা কেবল প্রচারণার জন্যই সানি এমন সাজ নিয়েছেন।

এই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সানি বলেন, আমাকে ছেলে সাজানো হয়েছে। আমাকে আমার বাবা ও ভাইয়ের মতো লাগছে। অদ্ভুত!

‘তেরা ইন্তেজার’ ছবিতে সানি লিওন অভিনয় করেছেন আরবাজ খানের বিপরীতে। এই ছবির গান ও ট্রেলার এরই মধ্যে আলোচিত হয়েছে। ছবির বেশ কিছু দৃশ্যে সানি লিওনকে খোলামেলা রূপে দেখা যাবে বলে ধরে নেওয়া যায়। অন্তত ট্রেলার আর গানগুলো সে কথাই বলে। ‘তেরা ইন্তেজার’ মুক্তি পাবে ২৪ নভেম্বর।

*

*

Top