Bhalukanews.com

নতুন ফটোশুটে খোলামেলা শার্লিন চোপড়া (ভিডিও)

ভালুকা নিউজ ডট কম; বিনোদন ডেস্ক: বলিউডে তার ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। কিন্তু তা বলে জনপ্রিয়তা কম নেই শার্লিন চোপড়ার। ক্যামেরার সামনে সাহসী হওয়ার জন্য বেশ নাম রয়েছে তার। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে কদর। নিজের এই ফ্যান ফলোয়িংয়ের বেশ খেয়াল রাখেন এই মডেল তথা নায়িকা। প্রায় দিনই সিজলিং অবতারে দেখা যায় তাকে। সেই পালা অব্যাহত রাখলেন নিজের নতুন ফটোশুটেও।

কিছুদিন আগেই অন্তর্বাস পরে একটি ফটোশুট করে তাক লাগিয়েছিলেন শার্লিন। কিন্তু এবার ‘সেমি ন্যুড’ অবতারে ধরা দিয়েছেন নায়িকা। পরনে রয়েছে অফ হোয়াইট রঙের পাতলা গাউন।

ক্যামেরার সামনে নগ্ন হতে কোনোদিন কুণ্ঠা বোধ করেননি শার্লিন। এর জন্যই তার খ্যাতি। আর এ সত্য ভালোই বোঝেন নায়িকা। তাই তো ‘কামাসূত্রা থ্রিডি’র নায়িকা হিসেবে তাকেই বাছা হয়েছিল।

শার্লিনই প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী যিনি ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন। কেন? সেই উত্তরই যেন মিলল এই নয়া ফটোশুটের ভিডিওতে।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন-

*

*

Top