Bhalukanews.com

কবিতা

বিজয়

সামসুন্নাহার ফারুক

বিজয়ের হাসি শুনে ঢেউ জাগে বুকে

কুমারী জোছনা ভেজে রমণীয় সুখে

আঘ্রাণীর ধানশীষে নবান্ন কাহন

বৈভবের উৎসবে সুখ রূপায়ণ

উজানের ¯্রােতে ভেসে বিজয় নগরে

ভালোবেসে কাছে টানে অবিনাশী ঘোরে

বর্নমালার উচ্চারণ হৃদয় গভীরে

কারুময় স্বপ্ন বোনে সৃজনী আদরে

সোনালী জমিনে তার মাতাল যৌবন

প্রত্যাশার বীজ বোনে স্বপ্ন অগনণ

সাধের কুটির ভরা টেরকোটা কাজ

অভয় আশ্রম গড়ে বাজায় এস্রাজ

বিজয়কে দেখি আজ বৈরী হাওয়ায়

প্রগতির টানে ছোটে বলিষ্ঠ প্রত্যয় . ..।

 

 

 

বিজয়–২

 

বজিয়কে দখেছে ক?ি কোথায় সে থাক?ে

কচুরপিানার ফুলে শাপলার বাঁকে

সোনারঙা ধানশীষে পরপিুষ্ট বীজে

পরশিুদ্ধ ব্যাকরনে বোধরে মগজে

মৌলকি স্বভাবে তার স্বাদীন নবিাস

আবগেী হৃদয়ে মাখে জোছনা বলিাস

বড়ই প্রত্যয়ী সে যে খোঁজে সমাধান

কভিাবে বাঁচাবে দশে জাতরি সম্মান

সমুন্নত পতাকার র্সূয্য শপথে

উড়াবে শান্তি কপোত প্রগতরি রথে

প্রযুক্তরি কারুকাজে অটল বশ্বিাসে

গড়ে নবেে স্বপ্ননীড় মগ্ন অধবিাসে

বশ্বিায়ন সখ্যতায় ছুটছে বজিয়

সবুজ ব– দ্বীপে হসেে অদম্য র্দুজয় ।

*

*

Top