Bhalukanews.com

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক বিলকিস আরা

অর্থনীতি প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন লাইলা বিলকিস আরা। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিলকিস আরা ২১ ডিসেম্বর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। এতদিন তিনি বাংলাদেশ ব্যাংক ও রাজশাহীতে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

বিলকিস আরা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এ দায়িত্ব পালন করেছেন।

বিলকিস আরা চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশে-বিদেশে প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদিতে অংশগ্রহণ করেন।

*

*

Top