Bhalukanews.com

বড়চালা ফাইনাল ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

 

সাইফুল ইসলাম : বড়চালা ফাইনাল ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উপজেলার পাড়াগাঁও এক্সিলেন্ট সিরামিকস এর পাশে।
যুবলীগ নেতা আবুল কালাম আজাদএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম সরকার,উদ্ভোধক ছিলেন-মো.আ:রহিম ও মো. সুরুজ মিয়া, প্রধান আলোচক ছিলেন সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সফিউল্লাহ আনসারী, শাহজাহান সবুজ,শফিকুল ইসলাম প্রূমুখ।
উপস্থাপনায় ছিলেন রাকিব মোল্লা ও মনির হোসাইন।
সুপার স্টার বনাম সুপার লায়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় সুপার স্টার জয় লাভ করে।

*

*

Top