Bhalukanews.com

শ্রীপুরে মাদরাসা ছাত্র নিখোঁজ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরের পাবুরিয়ারচালা মাদরাসার হেফজ শাখার ছাত্র নাহিদ হাসান (১৩) গত ৫ দিন যাবৎ অজ্ঞাতভাবে নিখোঁজ রয়েছে। সে শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের হাফিজুর রহমান ওরফে অহাবের ছেলে।
জানা যায়, নাহিদ গত ২৪ ডিসেম্বর বিকেলে বাড়ী থেকে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারপর অদ্যাবধি সে মাদরাসায় পৌঁছে নাই বাড়িতে ও আসেনি। ছাত্রের পিতা হাফিজুর রহমান জানান, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও ছেলের সন্ধান পাননি। এ ব্যাপারে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মাদরাসার শিক্ষক মো: আবুল কালাম জানান, ২১ ডিসেম্বর নাহিদ হাসান মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়। তারপর থেকে সে আর মাদরাসায় ফিরে আসেনি।

*

*

Top