Bhalukanews.com

বান্দরবানে অস্ত্র-গুলি উদ্ধার

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার রাজবিলা রাবার ডেম এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বান্দরবান সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, বৃহস্পতিবার সকালে গোপন খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে অভিযান চালায়।
তিনি জানান, অভিযানের খবর জানতে পেয়ে সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলযোগে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তবে এসময় তাদের হাত থেকে গুলিসহ একটি এক নলা বন্দুক পড়ে যায়। এটি সেনা সদস্যরা সেখান থেকে উদ্ধার করেছে।
সন্ত্রাসীদের ধরতে সেনা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওই কর্মকতারা ।

*

*

Top