Bhalukanews.com

চলে গেলেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক রুপু

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু। কিডনি, স্ট্রোক এবং হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি।

আজ বৃহষ্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অনেকগুলো জনপ্রিয় গানের সুর ও সংগীতের পেছনের মানুষ তিনি।

শুধু ‘ইত্যাদি’ নয়, দেশের অনেক খ্যাতিমান শিল্পী ও অনেক নবাগত শিল্পীর গান তিনি সুর করেছেন। এর আগে বিক্রমপুর জন্ম নেওয়া এই মানুষটি ১৯৮৩ সালে ‘উইন্ডস’ নামক একটি ব্যান্ডের সাথে ছিলেন।

*

*

Top