Bhalukanews.com

নীল ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক: গত বছর এপ্রিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মডেল সোনিকা। ভক্ত থেকে শুরু করে তারকারা আজো তাকে মনে করেন। অভিনেত্রী স্বস্তিকার এক টুইটে সেই ভালবাসার প্রতিফলনও দেখা গেছে।

সোনিকার মত আর যেন কেউ এমন মর্মান্তিক পরিণতির শিকার না হয় সেজন্য# ColourYourSelfBlue-তে অংশ নিয়ে #dontdrinkanddrive লিখে সচেতনতার বার্তা দেন অভিনেত্রী স্বস্তিকা।

সেই সঙ্গে মদ্যপান করে গাড়ি চালানোর বিরোধিতায় নীল রংয়ের ফিল্টারে সেলফি পোস্ট করেন এ অভিনেত্রী। পাশাপাশি এই পোস্টটি রিপোস্ট করে বন্ধুদের নমিনেট করার কথাও বলেন তিনি।

*

*

Top