Bhalukanews.com

ছয়’শ সাতাত্তর নম্বর বাড়িটি_রীনা তালুকদার

 

এখনো বত্রিশ নম্বরের দুইতলা থেকে

শোকের কালো কণারা জেগে ওঠে

থমকে যায় কথারা

হাঁটতে থাকে ভেসে যেতে থাকে

পদ্মা মেঘনার শাখা বেয়ে

বঙ্গ নদী বিধৌত সমতটে

বৃক্ষের শাখা পল্লবে ছড়িয়ে যায়

বাতাসে বাতাসে জলীয় বাস্পে

বৃষ্টি নামে স্মৃতির নিউক্লিয়াসে

বাংলা জুড়ে শোকের মিছিলে

পরিণত হয় মানুষ, প্রকৃতি

বিশ্বের অধিকারহীন নির্যাতিতদের

সামনে এগিয়ে যাবার আলোকবর্তিকা

বত্রিশ নম্বর সড়কের ৬৭৭ নম্বর সেই বাড়িটি

বাঙালীর স্বাধীনতার প্রথম স্তম্ব।

*

*

Top