Bhalukanews.com

নায়ক বাপ্পীর গাড়ি খাদে পায়ে ও কাঁধে আঘাত

সড়ক দুর্ঘটনা কবলে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার রাতে গোপালগঞ্জের কালিনী থানার গোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গোপালগঞ্জ যাওয়ার পথে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে বাপ্পীর গাড়ি রাস্তা ছেড়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় তার পায়ে ও কাঁধে বেশ আঘাত লাগে। পরে তাকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়। বঙ্গবন্ধু পরিবারের শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ও ফটোগ্রাফার রিয়াজ আহমেদসহ আরও কয়েকজন ওই সময়ে বাপ্পীর সাথে ছিলেন।

*

*

Top