Bhalukanews.com

ভালুকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬ টি ঘর

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার দক্ষিন রাংচাপড়া গ্রামে (৪এপ্রিল) বুধবার ভোর রাতে মালেকা খাতুনের বসতবাড়ির ৬ টি ঘর পুড়ে গেছে । খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।
জানাযায়, ঘটনার সময় ওই গ্রামের মরহুম হাসমত আলীর স্ত্রী মালেকা খাতুনের বাড়ির বসত ঘরে কে বা করা আগুন লাগিয়ে দেয় । এতে ওই বাড়ির ৪ টি বসতঘর ও ১টি গোয়াল ঘর ও ১ টি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে । ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার মিজানুর রহমান হাওলাদার জানান, ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে । কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখা হবে ।

*

*

Top