Bhalukanews.com

ভালুকায় বিদ্যুত স্পৃষ্টে ১জন নিহত, আহত-১

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলার বরাইদ গ্রামে (০৯ এপ্রিল) সোমবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে খোকন (৪০) নামে ১জন নিহত এবং মুন্তা (৫৫) নামে ১জন গুরুতর আহত হয়েছেন। নিহত খোকন ঐ গ্রামের কাশেম আলীর পুত্র।
এলাকাবাসি সূত্রে জানা যায়, ঘটনার সময় তারা বাড়ির পাশে একটি ধানক্ষেতে গরুর ঘাস করতে গেলে অসাবধানতা বশত মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই খোকন বিদ্যুত স্পৃষ্টে মারা যান। এ সময় মুন্তা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

*

*

Top