Bhalukanews.com

ভালুকায় প্রাইম ইসলামী ইন্সুরেন্সের অফিস উদ্ভোধন

নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ ১৮ এপ্রিল ঃভালুকা বাসস্ট্যান্ড আল মদিনা কমপ্লেক্সের চতুর্থ তলায় প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর ভালুকা শাখার অফিস বুধবার দুপুরে উদ্ভোধন করা হয়েছে । প্রকল্প পরিচালক (পিকেবি)মোস্তফা জামাল মিলন ফিতা কেটে এ অফিস উদ্ভোধন করেন । বিশেষ কর্মী উন্নয়ন ও ব্যবসায়ী সভা এস ভিপি মোঃ আশরাফুল আলম সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (পিকেবি)মোস্তফা জামাল মিলন । অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন জেইভিপি ইফতেখার আল মামুন, প্রভাষক আখম আফজাল হোসেন , মোঃ হানিফ খান , শিল্পপতি রফিকুল আমিন,ইউপি সদস্য শাজাহান খান ।

*

*

Top