Bhalukanews.com

বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরায়েল। টানা পাঁচ সপ্তাহ ধরে এ অঞ্চলে যে র‌্যালি চলছে ফিলিস্তিনিরা এর নাম দিয়েছেন ‘দ্য গ্রেট মার্চ অব রিটার্ন। ’খবর: এএফপি।

নিহতের মধ্যে দুই জনের পরিচয় স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করতে পারেনি। তবে তৃতীয় জনের নাম জানা গেছে।

আব্দুল সালাম আল বকর (২৯) নামের ওই ব্যক্তি গাজার দক্ষিণাঞ্চলে গুলিবিদ্ধ হন। গাজার একটি গণমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে তিন জন সাংবাদিকও রয়েছেন।

শুক্রবারে বিক্ষোভে গুলিবিদ্ধ ও টিয়ারসেলের আঘাতে আহত হয়ে হাসপাতালে গেছেন তিন শতাধিক ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক এক মুখপাত্র জানিয়েছেন, হামাস মিছিলে বিক্ষোভকারীদের উসকে দেয়ার চেষ্টা করলে ইসরায়েল তা প্রতিহত করার চেষ্টা করেছে।

তবে এখনও কোনো ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

১৯৪৮ সালে ইসরায়েলের কেড়ে নেয়া বসতিতে ফিরতে চেয়ে এ আন্দোলন চলছে।

আনুষ্ঠনিকভাবে এ আন্দোলনে রাজনৈতিক কোনো শক্তি জড়িত না থাকলেও এতে হামাসের সমর্থন রয়েছে। ২০০৮ সাল থেকে ইসরায়েলের সঙ্গে তিনবার যুদ্ধে জড়িয়েছে হামাস।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ফিলিস্তিনিরা গাজা-ইসরায়েল সীমান্তের কাছে পাঁচটি স্থানে জড়ো হয়। যদিও বিগত সপ্তাহের তুলনায় গতকাল উপস্থিতি কম ছিল।

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চলতি বছরের মার্চে শুরু হওয়া ফিলিস্তিনিদের প্রতিবাদ কর্মসূচিতে গুলি চালিয়ে ইসরায়েল এ পর্যন্ত অন্তত ৪৪ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি।

সূত্র: এএফপি

*

*

Top