Bhalukanews.com

ভালুকার মায়ের মসজিদ এলাকায় ওয়ালটন শোরুম উদ্ভোধন

বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলার মায়ের মসজিদ এলাকায় ওয়ালটন এর শোরুম ‘সারা ইলেক্ট্রনিক্স’ উদ্ভোধন করা হয়েছে।

রোববার(৬মে) সকালে উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় কবির মার্কেটে উদ্ভোধনী অনুষ্টানে ওয়ালটন এর কর্মকর্তা ছাড়াও, হবিরবাড়ী ইউ: যুবলীগ সভাপতি মো: আবু সাঈদ, স্হানীয় লীজ ফ্যাশনের জিএম মো: জাকির আহমেদ, ডাচ-বাংলা ব্যাংক মাস্টারবাড়ী শাখা ব্যাবস্থাপক,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
শোরুমের প্রোপাইটর মো: কবির হোসেন জানান, ওয়াল্টনের সব ধরনের পণ্য পাইকারী ও খুচরা বিক্রয় করা হবে।

*

*

Top