Bhalukanews.com

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার হরিতলা নামক স্থানে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের ৩ যাত্রী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এছাড়াও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

*

*

Top