Bhalukanews.com

ভালুকায় বাসচাপায় পোশাকশ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় মাহমুদুল হাসান (৩০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুন) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাস ওই পোশাকশ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস ও চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

*

*

Top