Bhalukanews.com

ক্ষ্যাপা

– আবুল বাশার শেখ

 
তিক্ততা ভেতর শূন্য সার
হাহুতাশ সময় তবুও চলে
মুন্সিয়ানার শেষ অবধি চাটুকার
কর্ম করে খুব ব্যস্ততায়
একটা পথ হারিয়ে যায়
একটা মানুষ ভাবনায় ক্ষত করে
রুদ্ধদ্বার এলেবেলে তুতলামি
তবুও সময় চলে আপন ঠিকানায়
পাওয়া পথ আবার হারায় পথিক
নিজের সক্ষমতায় ফিরে যাওয়া হয়না
বধির ইশারা করে বারবার
ক্ষ্যাপা রূপ ধরে আবার পথ চলে পথিক
সবুজের ভেতর বাহির আবরণে ঢাকা পড়ে
ক্ষত পুড়ে সার হয় ষ্টিল স্ক্যাচ তামা হয়
স্বপ্নে ফেরিওয়ালার পরাণ যায় জ্বলিয়া
এক পক্ষ খুব বেশি না পথিক চলে…।
 
তারিখ:- ২৬-০৬-২০১৮

*

*

Top