Bhalukanews.com

দুই দিনের সমাবেশ ও স্মারকলিপির ঘোষণা বিএনপির

সাতটি দাবি আর ১২ দফা ঘোষণা দিয়ে দাবি পূরণের জন্য দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় সভাপতির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে রয়েছে ৩ অক্টোবর জেলা পর্যায়ে সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি এবং ৪ অক্টোবর মহানগর পর্যায়ে সমাবেশ এবং বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান।

কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, পর্যায়ক্রমে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করা হবে।

*

*

Top