Bhalukanews.com

ফিরে যাবো

আবুল বাশার শেখ

ফিরে যেতে চাই জন্ম পূর্ব যুগে
মায়ের শুভ্র কোলের রাস্তা ভুলে
প্রহরী নাবিক সেজে অথৈ জলে
ফিরে যেতে চাই শূন্যে ঝুলে।
হারমানা যুবকের যুক্তি পদতলে
আষাঢ়ে মধুর বাণী তিক্ত লাগে
ফিরে যেতে চাই রাগে অনুরাগে
সংযত সংহার বিনয়ের শতভাগে।
নোনাজল তিক্ততায় করি পান
বেসুরে গলায় গাই তবু গান
নিজের মাঝেই থাক আত্মদান
মনে তো করিনা কোন অপমান।
ভুল করি তবুও ফিরে যাবোই পিছে
ভাবনায় জমা প্রেম হউক না মিছে
আমিত্বে খিচে রবো ভাবনা কিসে!
ফিরেতো যাবো ডেকোনা পিছে।

*

*

Top