Bhalukanews.com

ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সেলিম আহত

বিশেষ প্রতিনিধি ঃ সংবাদ সংগ্রহ কালে দুর্বত্তদের হামলায় আহত হয়েছেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম। মঙ্গলবার বিকেলে ঘটে এ ঘটনা।
তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
গুরুতর আহতাবস্থায় তাঁকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকগন।
সন্ধা রাতে তাঁকে হাসপাতালে দেখতে যান ভালুকা থেকে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু। ফখর উদ্দিন বাচ্চু আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজ-খবর নেন।
রাতে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে যান ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। এ সময় আহত সাংবাদিকের খবর নেন ময়মনসিংহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ খান প্রমূখ ।
মঙ্গলবার বিকেলে ভালুকা পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপি’র মিছিলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় দুর্বৃত্তদের হামলায় তিনি আহত হন।

*

*

Top