Bhalukanews.com

ভালুকায় নেরিকা জাতের আউশ ধানের ভাল ফলন

ভালুকায়  খরা সহিঞ্চু নেরিকা জাতের আউশ ধানের ভাল ফলন হয়েছে।উপজেলা কৃষি অফিসের সার্বক্ষনিক তদারকিতে আশানুরুপ ফলন হয়েছে যা বীনা ধান থেকে ফলন বেশী।আউশ প্রনোদনার মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার বিতরন করে,কৃষকদেরকে সার ও সেচ সুবিধা প্রদান করা হয় বলে উপজেলা কৃষি অফিসার সাইফুল আজম খান জানান।ভালুকার ধলিয়া,রাজৈ ও ডাকাতিয়া ইউনিয়নের ১৫জন কৃষকে এ সুবিধা দেওয়া হয় যাতে ১১০দিনে ফলন এসেছে। উৎপাদন সারে  ৫টন।উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার তত্বাবধানে নেরিকা জাতের ধানের বেশ ভালো উৎপাদন হয়েছে।এ জাতের ধানের ব্যাপক চাষ করতে পারল কৃষক  লাভবান হবেন বলে সংশ্লীষ্টদের আশা।

 

*

*

Top