Bhalukanews.com

কোরবানি

কোরবানি
-খোন্দকার শাহিদুল হক

বনের পশু মনের পশু
এই নিয়ে আজ বড়াই
বন্দেগীর এই বাণী নিয়েও
চলছে দেখি লড়াই।

কার মনেতে পশু থাকে
কে যে পশুর মতো
এসব নিয়েও অনেক পশু
ভাবছে অবিরত।

হাজার পশু প্রতিদিনই
হচ্ছে দেখি জবাই
সে সব নিয়ে কেউ ভাবে না
নীরব সেথা সবাই।

কোরবানির এই পশু নিয়ে
প্রশ্ন করে যারা
লক্ষ্য তাদের অনেক গভীর
ভিন্ন পথের তারা।

*

*

Top