Bhalukanews.com

ভালুকা-ঘাটাইল সড়কে ডাকাতি ২ লাখ টাকার মালামাল লুট

ভালুকা নিউজ.কম; স্টাফ রির্পোটার: ভালুকা উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কে বান্দিয়া নাফকো ফার্মা লিঃ এর মোড় নামক স্থানে শনিবার ভোর রাতে গছের গুড়ি ফেলে যানবাহনে গণ হারে ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় ডাকাতদল নগদ অর্থ মোবাইল সেট সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, ঘটনার সময় ১০-১৫ জনের একটি সংঘবদ্ব ডাকাত দল ওই স্থানে গাছের গুড়ি ফেলে মালবাহী ট্রাক,পিক-আপ,ও সিএজি চালিত ১৫-২০ টি অটো রিকশার যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ মোবাইল সেট সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই স্থানে শুক্রবার সন্ধ্যা রাতে ছিনতাই এর ঘটনা ঘটে। নিরাপদহীন রাস্তার দুই পাশের সাধারন মানুষ আতংক বিরাজ করছে। ভালুকা মডেল থানার অফিসার ইনর্চাজ মামুনুর রশিদ জানান, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

*

*

Top