Bhalukanews.com

আমার হৃদয় রাজ্যে

সফিউল্লাহ আনসারী

তুমি মনি-মানিক্য আমার হৃদয় রাজ্যে
রাজা আমি প্র্রেমিক মাতাল;অরুন-তরুন বন্য
তোমায় চাওয়া ছাড়া নাই আমার কাজযে
তোমাতেই স্থির হবো; ভাবছি তাতেই ধন্য!

এলো চুলের বড়াই করোনা আমার আবেগ স্রোতে
প্রতিক্ষার করোনা লড়াই ধরে জানলার গ্রীলে
রাণী তুমি আমার রাজ্য জোতে
সাজাবো সংসার প্রেমিক যুগল মিলে ।

*

*

Top