Bhalukanews.com

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

বিশেষ প্রতিনিধিঃ ভালুকা ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকার হবিরবাড়ী আমতলী নামক স্থানে (২ডিসেম্বর) শুক্রবার ঢাকাগামী অজ্ঞাত পিকআপ ভ্যান চাপায় মুঞ্জুরুল ইসলাম (৪২) নামে স্কয়ার ফ্যাক্টরীর পাঁচক ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার রাহুতলা গ্রামের রজব আলীর ছেলে মুঞ্জরুল ভালুকার জামিরদিয়া মাষ্টারবাড়ী স্কয়ার ফ্যাক্টরীতে পাঁচক হিসেবে কমরর্ত ছিল। শুক্রবার বিকালে আমতলী এলাকায় তার ভাইয়ের সাথে দেখা করতে এসে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

*

*

Top