Bhalukanews.com

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

ভালুকানিউজ ডটকম; বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহেয় ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজপাড়া এলাকায় (৩জানুয়ারী) মঙ্গলবার ভোরে ময়মনসিংহগামী নাম্বার বিহীন পিকআপ ও ঢাকাগামী অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই পান ব্যবসায়ী হাতেম আলী (৬৫) নিহত হয়। নিহত হাতেম আলী ময়মনসিংহের ধোবাউরা উপজেলার গাছুয়াপাড়া গ্রামের মৃত হারিফ সেকের ছেলে।

*

*

Top