Bhalukanews.com

যমজের মা এক; বাবা আলাদা জন!

নিউজ ডেস্ক:একই মায়ের গর্ভজাত যমজ সন্তানের জনক দুই ব্যক্তি। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে ভিয়েতনামে। যমজ সন্তানদের চেহারায় বড়সড় পার্থক্য দেখে অবাক হয়েছিলেন উত্তর ভিয়েতনামের হোয়া বিন প্রদেশের এক দম্পতি।বাবা-মায়ের সন্দেহ হয়েছিল, নিশ্চয় হাসপাতালের গাফিলতিতে শিশু বদল হয়ে গেছে। সন্দেহ কাটাতে তারা ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেন।
ডিএনএ পরীক্ষার ফল দেখে তাদের আরেক দফা চমকে ওঠার পালা। দেখা যায়, ওই দুই শিশুর মা একজনই; কিন্তু তাদের বাবা দুইজন! এমন ঘটনা এই প্রথম শুনেছেন বলে জানিয়েছেন চিকিত্সকরা।
নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের প্রসবতত্ত্ব বিভাগের প্রধান চিকিত্সক কিথ এডলম্যান জানিয়েছেন, দুই ভিন্ন পুরুষ সঙ্গী থেকেই এই যমজদের জন্ম হয়েছে। শিশুদের মা-ই বলতে পারবেন তাদের আরেকজন পিতা কে।

*

*

Top