বিভাগীয় খবররংপুর

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নওগাঁর সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নওগাঁর সাপাহারে বে-সরকারী সংগঠন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং এ্যাকশন এইড বাংালাদেশ এর যৌথ আয়োজনে সাপাহার প্রেসক্লাবে বুধবার সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির যাত্রা শুরু শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরেন্দ্র সমাজ উন্নয়ন সংস্থা বিএসডিও এর নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রোগ্রাম অফিসার তুহিন সুলতানা, এ্যাকশন এইডের ডেপুটি ম্যানেজার সা’দ আহম্মেদ শামীম, প্রেসক্লাবের আজীবন সদস্য মনোয়ারুল ইসলাম, মহিলা কলেজের প্রভাষক মহিদুল ইসলাম মধু প্রমুখ।

বক্তব্য শেষে প্রধান অতিথি প্রেস কনফারেন্সের মাধ্যমে উপজেলার নারী নেত্রী, নওগাঁ জেলা পরিষদের সদস্য ফাইমা খাতুনকে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন। এছাড়া একই সাথে কমিটি পর্যবেক্ষনের জন্য উপজেলার বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব নুরুল হক মাষ্টারকে প্রধান করে ৯সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button